ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’র নতুন পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
‘বাহুবলী টু’র নতুন পোস্টার ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবি পোস্টার

‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলির টুইটার পেজে গেলেই খুশি হওয়ার উপলক্ষ্য পাবেন দর্শকরা! কারণ বহুল প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে প্রভাস ও আনুশকা শেঠিকে।

মহেন্দ্র বাহুবলীর বাবা অমরেন্দ্র বাহুবলী ও দেবাসেনা চরিত্র দুটির তারুণ্যের সময় তুলে ধরা হয়েছে নতুন পোস্টারে। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবির প্রিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এটি।

আশা করা হচ্ছে, এ ছবি মুক্তির পর দর্শকের মনে জমা নানান রহস্যের জট খুলবে। বিশেষ করে কাটাপ্পা কেনো বাহুবলীকে মেরেছে তা এখনও অজানা।

২০১৫ সালের জুলাইয়ে মুক্তির পর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ব্লকবাস্টার হয়। দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় এটি আছে ওপরের সারিতে।

পোস্টার দেখার আগে জেনে নিন পেছনের কিছু গল্প। প্রথম পর্বে দেখা যায়- এতিম শিবাকে কুড়িয়ে এনে মানুষ করে কাটাপ্পা। তিনি শিশুটির নাম দেন মহেন্দ্র বাহুবলী। প্রাচীন রাজ্য মহিশমতির অত্যাচারী রাজা ভাল্লালা দেবার বিশ্বস্ত অনুচর কাটাপ্পা।

মহেন্দ্র হলো অমরেন্দ্র বাহুবলীর পুত্র। যোদ্ধা রানী দেবাসেনার প্রেমে মজেছিলো অমরেন্দ্র। রাজ্যের শত্রুদের বিপক্ষে রক্তক্ষয়ী যুদ্ধে জয়ের পর মহিশমতির রাজা ঘোষণা করা হয় তাকে। কিন্তু অমরেন্দ্রকে খুন করে দেবাসেনাকে আটকে রাখে ভাল্লালা দেবা।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মাণাধীন ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবিতে দেখা যাবে অমরেন্দ্র বাহুবলী ও দেবাসেনার প্রেম কাহিনি। নতুন পোস্টার শেয়ার করে রাজামৌলি লিখেছেন— ‘বাহুবলী টু’ ছবির সবচেয়ে শৈল্পিক দৃশ্যগুলোর মধ্যে অন্যতম এটি।

নতুন ছবি নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে রাজামৌলি বলেছেন, ‘প্রথমটির চেয়ে দ্বিতীয় পর্ব বানানো সহজ মনে হচ্ছে। প্রথম ছবির ব্যাপারে বিষয়বস্তুর ওপর আমাদের আত্মবিশ্বাস ছিলো, কিন্তু নিশ্চিত ছিলাম না দর্শকরা কীভাবে নেবে। ’

এবারের পর্বেও ভাল্লালা দেবার ভূমিকায় দেখা যাবে রানা দাগ্গুবাতিকে। এ ছাড়া কাটাপ্পা চরিত্রে ফিরছেন সত্যরাজ। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দিতে মুক্তি পাবে এ বছরের ২৮ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।