ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমী যখন মধ্যমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
মৌসুমী যখন মধ্যমণি মৌসুমী, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটির মেয়াদ। নব্বই দিনের মধ্যে নতুন কমিটি দায়িত্ব নেবে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে লড়তে যাচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। এই নির্বাচন ঘিরে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। 

এরই মধ্যে অনেকেই প্রার্থীতা দাবি করে প্রচারণায় নেমেছেন। তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক ওমর সানী।

তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন চিত্রনায়ক ফেরদৌস। স্বামী ওমর সানীর পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি। এ উপলক্ষে রোববার (২৯ জানুয়ারি) ওমর সানী ও মৌসুমী দম্পতির বাসায় হাজির হয়েছিলেন কয়েকজন নৃত্যশিল্পী, সঙ্গে ছিলেন অভিনেতা অমিত হাসান।  

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমরা সবাই মিলে গেট টুগেদার করলাম আমার বাসায়। অামাদের মধ্যমণি ছিলেন মৌসুমী। কী যে আন্তরিকতা, কী যে ভালোবাসা তা মুখে বলে বোঝাতে পারবো না। ’

ওমর সানী-মৌসুমী দম্পতির বাসায় আড্ডা (ছবি: সংগৃহীত)সানী আরও জানান, এই শিল্পীরা তারই প্যানেল থেকে বিভিন্ন পদে লড়ছেন। সানীর বিশ্বাস, বর্তমান কমিটিতে সহ-সভাপতি হিসেবে ঠিকভাবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে সভাপতি পদেও শিল্পীরা তাকে সমর্থন জানাবেন।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।