ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানের টানে দেশে ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
গানের টানে দেশে ফেরা সায়রা রেজা (ছবি: সংগৃহীত)

বাপ্পা মজুমদারের সুর-সংগীতে ২০০৮ সালে জনপ্রিয়তা পায় সায়রা রেজার গান ‘ধার ধারি না’। একই বছর প্রথম একক অ্যালবাম ‘সুখের অমিল’ প্রকাশ করেন তিনি।

 

২০১০ সালে আরেফিন রুমির সংগীতে আসে সায়রার দ্বিতীয় একক। এ ছাড়া ‘কমন জেন্ডার’ ছবির একটি গানও তাকে আলোচনায় নিয়ে আসে।

প্রবাসী শিল্পী সায়রা রেজা গানের টানে আমেরিকা থেকে এবার দেশে ফিরেছেন।

সায়রা অচিরেই চতুর্থ অ্যালবাম প্রকাশ করবেন। আধুনিক ও লোকগান নিয়ে সাজানো হচ্ছে এটি। এদিকে দেশে ফিরেই টেলিভিশন লাইভ ও মঞ্চ পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সায়রা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।