ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়াংকার ‘নিমন্ত্রণ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
প্রিয়াংকার ‘নিমন্ত্রণ’ প্রিয়াংকা (ছবি: সংগৃহীত)

বিশ্ব ভালোবাসা দিসবকে সামনে রেখে প্রকাশ হচ্ছে নবীন গায়িকা প্রিয়াংকার প্রথম একক অ্যালবাম ‘নিমন্ত্রণ’। এতে গান রয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটিতে কাজী শুভ, বেলাল খান ও নিজের বাবা বাবলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানগুলো হলো ‘তোমার নিমন্ত্রণ’, ‘ভাসি ডুবি’, ‘তাথৈ তাথৈ, ‘পুতুলখেলা’ ও ‘মধু হই হই’। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, অনুপম বিশ্বাস ও আহমেদ বশির, সুর করেছেন নাজির মাহমুদ, আহমেদ বশির ও অনুপম বিশ্বাস।

সংগীত পরিচালনায় মুশফিক লিটু ও মন।  

অ্যালবামটি প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, ‘আমার প্রথম একক অ্যালবাম প্রকাশ হচ্ছে, এটা খুবই ভালো লাগার ব্যাপার। অনেক যত্ন নিয়ে এবং গতানুগতিক ধারা থেকে বেরিয়ে শ্রোতা দর্শকদেরকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি। ’

‘নিমন্ত্রণ’ বাজারে আনছে লেজার ভিশন। তাদের আয়োজনে আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলানায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব এবং প্রিয়াংকার একক সংগীতানুষ্ঠান হবে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।