ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে কারণে চক্ষুদান করলেন হৃতিক রোশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
যে কারণে চক্ষুদান করলেন হৃতিক রোশন হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)

৪৩তম জন্মদিন নতুন এক হৃতিক রোশনের জন্ম হলো। গত ১০ জানুয়ারি নিজের জন্মদিনটি স্মরণীয় করে রাখলেন জনপ্রিয় এই বলিউড অভিনেতা। কিন্তু কী এমন ঘটেছিলো সেদিন?

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কাবিল’ ছবিতে দৃষ্টিহীন তরুণের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন হৃতিক রোশন। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য দৃষ্টিহীন মানুষদের সঙ্গে মিশতে হয় তাকে।

সেই সময় তার মনে একটি উপলব্ধি তৈরি হয়। সেই উপলব্ধিই হৃতিককে মরণোত্তর চক্ষুদানে অনুপ্রাণিত করেছে। ১০ জানুয়ারি এমন সিদ্ধান্ত নিলেও মিডিয়াকে জানাননি। এরও একটা কারণ ছিলো।

এ ব্যাপারে মুখ খুলেছেন আদিত্য জোত আই হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক সুন্দরম নটরাজন। তিনি বলেন, “আমি ‘কাবিল’র ট্রেলার দেখার পরই ছবির প্রডিউসার রাকেশ রোশনকে ফোন করি। হৃতিক চোখ দানে আগ্রহী কি-না, সে বিষয়ে জানতে চাই। রাকেশজির জবাবে আমি অবাক হয়ে যাই। ’

রাকেশ রোশন তখন জানিয়েছিলেন যে, তার ছেলে হৃতিক এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরপর সুন্দরম হৃতিকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, চোখ দান করেই এ বছর নিজের জন্মদিনটি পালন করতে চান তিনি। গত ১০ জানুয়ারি তেমনটাই করেছেন হৃতিক।

নটরাজন বলেন, “কাবিল’ মুক্তি পাওয়ার আগে খবরটি প্রকাশ্যে আসুক, চাননি ডুগ্গু (হৃতিকের ডাক নাম)।  ছবিতে তার অভিনয় যেভাবে দর্শকদের মন ছুঁয়েছে, এবার মরণোত্তর চক্ষুদানের খবরটিও সকলকে অনুপ্রাণিত করুক। ”

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।