ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার সোমঋতার ‘রাঙামাটির পথে’

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
কলকাতার সোমঋতার ‘রাঙামাটির পথে’ সোমঋতার ‘রাঙামাটির পথে’ অ্যালবামে কাজী নজরুল ইসলামের লোক আঙ্গিকের গান রয়েছে।

চট্টগ্রাম: কাজী নজরুল ইসলামের লোক আঙ্গিকের গান নিয়ে ‘রাঙামাটির পথে’ শিরোনামে কলকাতার সোমঋতা মল্লিক নতুন অ্যালবাম করেছেন। অ্যালবামটিতে ঝুমুর, ঝাঁপান, ভাটিয়ালীসহ বিভিন্ন আঙ্গিকের লোকগান স্থান পেয়েছে। পুরো অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন গৌতম সোম।

‘বিহান মিউজিক’ থেকে প্রকাশিত ‘রাঙামাটির পথে’ অ্যালবামে রয়েছে ‘রাঙামাটির পথে লো’ (ঝুমুর), ‘বেদিয়া বেদিনী-ছুটে আয়, আয়, আয়’ (ঝাঁপান), ‘গাঙে জোয়ার এলো ফিরে/তুমি এলে কই’ (ভাটিয়ালী), ‘নাচের নেশার ঘোর লেগেছে’ (সা‍ঁওতালী ঝুমুর) সহ ৮টি গান রয়েছে।
মোড়ক উন্মোচন করেন অতিথিরা
 
শিল্পী সোমঋতা মল্লিক বাংলানিউজকে বলেন, ‘রাঙামাটির পথে’ নতুন অ্যালবামটিতে কাজী নজরুল ইসলামের লোক আঙ্গিকের গান রয়েছে।
লোকগান নিয়ে আমার আরেকটি অ্যালবাম রয়েছে ‘মাটির কাছে’। অ্যালবামটিতে ঝুমুর গান রয়েছে। যেটা পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলের লাল মাটির গান। বেদে-বেদিনীরা সাপ নাচানোর সময় যে গানগুলো সেইরকম ঝাঁপন গান রয়েছে। আরও রয়েছে ভাটিয়ালী গান। নতুন এ অ্যালবামটি আমাকে নজরুল চর্চার নতুন দিক খুলে দেবে। ‘বিহান মিউজিক’ থেকে ‘রাঙামাটির পথে’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে
 
কলকাতার আইসিসিআরে সত্যজিৎ অডিটোরিয়ামে সম্প্রতি ‘বিহান মিউজিক’ থেকে ‘রাঙামাটির পথে’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে। স্বনামধন্য লোকশিল্পী অমর পাল, কাজী নজুরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, স্বনামধন্য নজরুল শিল্পী রামানুজ দাশগুপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।