ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্ব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্ব! জনি লে মিলার ও অ্যাঞ্জেলিনা জোলি

১৯৯৬ সালের মার্চে বিয়ে বন্ধনে আবদ্ধ হন হলিউড অভিনেতা জনি লে মিলার ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে খুব বেশিদিন টেকেনি সে সংসার। মাত্র ১৮ মাসের মাথায় বিচ্ছেদ হয় এই দম্পতির। কিন্তু বিচ্ছেদের এতো বছরও পরও টিকে আছে জোলি-মিলার বন্ধুত্ব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলারকে প্রশ্ন করা হয় এখনও প্রাক্তন স্ত্রী জোলির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি-না? জবাবে ৪৪ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এখনও আমরা ভালো বন্ধু। ’

তিনি আরও বলেন, ‘আমার ও জোলির বিচ্ছেদ বিশ্বের কাছে তখন কোনও বড় ব্যাপার ছিলো না।

কেননা আমরা তখনও আমাদের ক্যারিয়ার সম্পর্কে অপেক্ষাকৃত অজানা ছিলাম। ’

মিলারের সঙ্গে বিচ্ছেদের পর ২০০০ সালে বিলি বব টোরান্টোকে বিয়ে করেন ৪১ বছর বয়সী জোলি। তবে সে সংসারও বেশিদিন স্থায়ী হয়নি। ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০১৪ সালে হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে হয় তার। গত বছর ভেঙে গেলো জোলির সেই সংসারও।

বাংলাদশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।