ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক পয়সা নেননি অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
এক পয়সা নেননি অমিতাভ ‘ব্ল্যাক’ ছবির দৃশ্যে রানী মুখার্জি ও অমিতাভ বচ্চন

চলচ্চিত্রের তালিকায় অমিতাভ বচ্চন একটি উজ্জল নাম। কিংবদন্তী এই অভিনেতা তার অভিনয় জীবনে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে এই ব্লকবাস্টারগুলোর মধ্যে অন্যতম হলো সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘ব্ল্যাক’।

এ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছিলেন বিগ বি। এছাড়া ছবিটি হিন্দি ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্মের স্বীকৃতি পায়।

তবে সবচেয়ে আলাদা বিষয়টি হলো, ছবিটির জন্য এক পয়সা পারিশ্রমিক নেননি বলিউডের এই সুপারস্টার।

অন্ধ ও বোবা একজন ছাত্রী এবং তার শিক্ষকের সম্পর্ক নিয়ে নির্মান হওয়া ‘ব্ল্যাক’ মুক্তি পায় ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি। আজ ছবিটির ১২ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৪ বছর বয়সী এই অভিনেতা ব্লগে লিখেছেন, “সঞ্জয়ের অসাধারণ সব কাজ দেখার পর তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম। তাই তিনি যখন আমাকে ‘ব্ল্যাক’-এ অভিনয়ের প্রস্তাব দিলেন এটি ছিলো আমার জন্য অনেক বড় একটি পাওয়া। এ কারণে আমি ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেইনি। কেননা আমি শুধুমাত্র ছবিটির একটি অংশ হতে চেয়েছি। কারণ পারিশ্রমিকের থেকে এটি আমার জন্য যথেষ্ট ছিলো। ’  

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘ব্ল্যাক’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রানী মুখার্জি ও অমিতাভ বচ্চন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।