ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদ শুধু সালমানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ঈদ শুধু সালমানের সালমান খান ও করণ জোহর

খুব শিগগিরই পর্দা কাঁপাতে আসছে করণ জোহর প্রযোজিত ‘বদরিনাথ কি দুলহানিয়া’। হোলির দিন মুক্তি দেওয়া হবে ছবিটি। ১ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। যা ইতিমধ্যে দেখা হয়েছে এক কোটি ১৯ লাখ বারের বেশি।

সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে করণকে প্রশ্ন করা হয়, কেনো ঈদের দিন তার কোনো ছবি মুক্তি দেওয়া হয় না? জবাবে তিনি বলেন, ‘আমি চাই না ঈদের দিন আমার কোনো ছবি মুক্তি দেওয়া হোক। কেননা এই দিনটি শুধুমাত্র সালমানের।

বলিউডের এই নির্মাতা আরও জানান, ‘তবে হ্যাঁ, যদি সালমান এবং আমার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন একসঙ্গে কোনো ছবির কাজ করে তাহলে অব্যশ্যই সেটি ঈদের দিন মুক্তি দেওয়া হবে। এছাড়া এটি কোনোদিন সম্ভব হবে না। ’    

করণ জোহর প্রযোজিত ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এতে তার বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। আগামী ১০ মার্চ মুক্তি পাবে ছবিটি।

‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।