ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিককে নিয়ে সবার সামনে সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
প্রেমিককে নিয়ে সবার সামনে সোনম আনন্দ আহুজা ও সোনম কাপুর (ছবি: সংগৃহীত)

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকবার নিজের প্রেমের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এবার প্রেমিককে নিয়ে জনসম্মুখে এলেন তিনি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিল্লীতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া আর্ট ফেয়ার’-এ প্রেমিক আনন্দ আহুজাকে নিয়ে প্রথমবার জনসম্মুখে এসেছেন সোনম। সেখানেই তাদের ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা।

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই মুখে লাগাম দেওয়ার পক্ষে ‘খুবসুরাত’খ্যাত এই তারকা। তবে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়ে ৩১ বছর বয়সী অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছি। আমার কাছে ব্যক্তিজীবনটা পবিত্র বিষয়। আমি এ নিয়ে কথা বলা পছন্দ করি না। ’

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।