ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মনে হচ্ছে নিজের জন্য একটি নাম পেলাম: মাহিয়া মাহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
মনে হচ্ছে নিজের জন্য একটি নাম পেলাম: মাহিয়া মাহি মাহি, ছবি: রাজীন চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘যতোবার প্রেমে পড়েছি, আমার কোনো প্রেমিক আমাকে বিশেষ কোনো নাম দেয়নি। এখন যিনি আমার স্বামী (অপু) তিনিও আমাকে বিশেষ কোনো নামে ডাকেন না। এই ছবিটিতে যুক্ত হয়ে এবার মনে হচ্ছে নিজের জন্য একটি নাম পেলাম’— ‘ময়না’ ছবির পরিচিত অনুষ্ঠানে কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় অনন্য মামুন পরিচালিত ‘ময়না’ ছবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাহির পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক আরশাদ আদনান (ভার্সেটাইল মিডিয়া), ডিরেক্টরস গিল্ড-এর সভাপতি ও অভিনেতা গাজী রাকায়েত প্রমুখ।

 

অনুষ্ঠানে ‘ময়না’ ছবির নায়িকা মাহি জানান, ‘অনেক সাধের ময়না’ কিংবা ‘পোড়ামন’ ছবিগুলোতে গ্রাম্য তরুণীর চরিত্রে রূপদান করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। নতুন ছবির ময়না চরিত্রটি বেশ আধুনিক। সব মিলিয়ে এটি তার অন্যতম সেরা কাজ হবে বলে মাহির বিশ্বাস।  

‘ময়না’ ছবির সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমপরিচালক অনন্য মামুন জানান, আগামী ৮ মার্চ থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। অনুষ্ঠানে মাহির নায়ক কে হবেন সেটা জানানো হয়নি। তবে গুঞ্জন উঠেছে যে, কলকাতার নায়ক সোহম অভিনয় করবেন মাহির বিপরীতে। মামুন জানান, সোহমের সঙ্গে একধরনের আলোচনা হয়েছে, তবে বিষয়টি চূড়ান্ত নয়। অচিরেই ‘ময়না’র নায়কের নাম ঘোষণা করা হবে।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।