ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পার্টিতে সোরগোল, সঞ্জয় দত্তের বাসায় পুলিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
পার্টিতে সোরগোল, সঞ্জয় দত্তের বাসায় পুলিশ সঞ্জয় দত্ত (ছবি: সংগৃহীত)

মাত্র ক’মাস আগে কারাবাস থেকে মুক্তি পেলেন। এরই মধ্যে আবার জরিয়ে পড়লেন বিতর্কে। বাসায় এলো পুলিশও। বলা হচ্ছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কথা।

নতুন করে আইনী ঝামেলায় পড়লেন তিনি। কারণ মধ্যরাতে সঞ্জয়ের বাড়ি থেকে ভেসে আসা সংগীতের আওয়াজে বিরক্ত ও ক্ষুব্ধ প্রতিবেশিরা।

এবারই প্রথম নয়, অতিরিক্ত আওয়াজ দিয়ে গান শোনার জন্য এর আগেও অভিযোগ তুলেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতার প্রতিবেশিরা। শোনা গেছে, এরই মধ্যে দু’বার পুলিশ গিয়েছে তার বাড়িতে।

সঞ্জয়ের এক প্রতিবেশি জানান, ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নিজের বাড়ির ছাদে প্রচণ্ড আওয়াজে সুফি গান শুনছিলেন সঞ্জয়। এতে তাদের ঘুমে সমস্যা হচ্ছিলো। এরপর কোনো উপায় না পেয়ে পুলিশ কন্ট্রোলরুমে অভিযোগ করা হয়। পরে খার স্টেশন থেকে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে।     

দুঃখপ্রকাশ করে ওই প্রতিবেশি আরও জানান, এমন ব্যবহারের জন্য এর আগেও বেশ কয়েকবার সঞ্জয় দত্তকে নোটিশ পাঠানো হয়েছিলো। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি।      

খার পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর রামচন্দ্র যাধব বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খলনায়ক’খ্যাত এই তারকা এরপর একই আচরণ করলে দ্রুত অ্যাকশন নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।