ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগুন আবার নাটকের গানে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
 আগুন আবার নাটকের গানে আগুন, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনয় নিয়েই ব্যস্ত আগুন। অ্যালবাম বা সিঙ্গেল গানে তার উপস্থিতি নেই তেমন। এবার জনপ্রিয় এই শিল্পীর কণ্ঠ পাওয়া যাবে একটি ধারাবাহিক নাটকের শিরোনাম সংগীতে। 

বলা যায়, অনেকদিন পর আবার ধারাবাহিক নাটকের টাইটেল সং গাইলেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’-এর গান গেয়েছেন আগুন।

২ ফেব্রুয়ারি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন আগুন। এটি লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।  

আগুন বলেছেন, ‘গানের কথা পড়ে আর সুর শুনেই ভালো লেগেছে। এটাতে অন্যরকম একটা মজা আছে। এর আগে নাটকের জন্য এমন ছন্দের গান করিনি বোধহয়। শ্রোতারা গানটা শুনে আনন্দ পাবেন মনে হচ্ছে। ’

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে এনটিভিতে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘পোস্ট গ্র্যাজুয়েট’। এটি হলো ২০০৩ সালে একই চ্যানেলে প্রচারিত ‘গ্র্যাজুয়েট’ নাটকের সিক্যুয়েল।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।