ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাংবাদিক ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সাংবাদিক ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ জ্যাকলিন ফার্নান্দেজ (ছবি: সংগৃহীত)

নতুন তথ্য জানা গেলো বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সম্পর্কে। গণযোগাযোগ বিষয়ের ছাত্রী ও সাংবাদিক ছিলেন তিনি।

নিজের করা একটি প্রতিবেদনের ফুটেজ ফিরে পেয়ে পুরনো দিনের কথা মনে পড়লো তার। সম্প্রতি মায়ের কাছ থেকে প্রতিবেদনটি পেয়ে ভক্তদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করেছেন জ্যাকলিন।

সাংবাদিকতার দিনগুলোতে মিস করেন কি-না, এমন প্রশ্নের জবাবে প্রাক্তন এই শ্রীলঙ্কান সুন্দরী বলেন, ‘সাংবাদিকতার দিনগুলোকে খুব মিস করি। কারণ সেটি ছিলো খুব দুঃসাহসিক একটি কাজ। সে সময় দলের সঙ্গে মিলে সর্বশেষ খবরগুলো খুঁজে বের করতে হতো। বিষয়টি অনেকটা গোয়েন্দার মতো ছিলো। ’

৩১ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমি প্রথমত একজন অভিনেত্রী হতে চেয়েছি। কিন্তু বাহরাইন ও শ্রীলঙ্কায় বেড়ে ওঠার কারণে এটি অনেকটা কষ্টসাধ্য ব্যাপার ছিলো। ’

‘হাউসফুল’খ্যাত এই তারকার বিশ্বাস, যদি কোনো ছবিতে তাকে সাংবাদিক চরিত্রে অভিনয় করতে বলা হয়, তাহলে সেটি তিনি সহজেই ফুটিয়ে তুলতে পাববেন। বিষয়টি তার ব্যক্তিত্বের সঙ্গে ভালো মানায় বলেও মনে করেন জ্যাকলিন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।