ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার কলকাতা কলিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
আবার কলকাতা কলিং শাকিব খান, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাজ মাল্টিমিডিয়া ও ওপার বাংলার এসকে মুভিজ যৌথভাবে বেশ কিছু ছবি মুক্তি দিয়েছে। দুটি প্রতিষ্ঠানই বড় বাজেটের ছবিতে চান শাকিব খানকে। এবার কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মিশনে নামছে কিং খানকে নিয়ে। অচিরেই ঢালিউডে প্র্রবেশ করছে প্রভাবশালী এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলানিউজের সঙ্গে কথা হয় চিত্রনায়ক শাকিব খানের। তিনি ১০টার ফ্লাইটে ভারতে গেছেন।

শ্রী ভেঙ্কটেশের সঙ্গে মিটিং রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই নানারকম কথা হচ্ছে। দেখা যাক এবার কী হয়। ’

খোঁজ নিয়ে জানা গেছে, ভেঙ্কটেশের একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা শাকিবের। এসবে নায়িকা নেওয়া হবে ওপার বাংলা থেকে। এবারের মিটিং শেষে নতুন ছবির ঘোষণা আসতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে মুখ খোলেননি শাকিব।  

এদিকে কিছুদিন ধরে কলকাতায় শাকিবের আনাগোনা লক্ষণীয়। সেখানকার বিভিন্ন স্থানে শাকিব মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছেন। এ যাত্রায়ও তেমনটা ঘটবে। আগামী ৯ বা ১০ ফেব্রুয়ারি শাকিবের ঢাকায় ফেরার কথা, এসেই যোগ দেবেন ‘অহংকার’ ছবিটির শুটিংয়ে। এতে তার নায়িকা বুবলী।  

আরও পড়ুন>>>

*শাকিব খানের সঙ্গে কথোপকথন

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭ 
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।