ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ-বেটার প্রথম রসায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
বাপ-বেটার প্রথম রসায়ন সোহেল আরমান ও আমজাদ হোসেন (ছবি: সংগৃহীত)

কিংবদন্তি চলচ্চিত্রকার, অভিনেতা ও লেখক আমজাদ হোসেন। দীর্ঘদিন পর তাকে পাওয়া যাবে টেলিভিশনের পর্দায়। একক নাটকে কালেভদ্রে দেখা গেলেও প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন ধারাবাহিকে। এটি পরিচালনা করেছেন আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান সোহেল আরমান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলানিউজের সঙ্গে আলাপে নির্মাতা সোহেল আরমান বলেন, ‘বাবার পরিচালনায় বিভিন্ন নাটকে আমি অভিনয় করেছি। এবার বিষয়টা উল্টে গেলো।

তার মতো আদর্শ অভিনেতাকে পেয়েছি আমার নাটকে। সত্যি বলতে, এটা একটা চমৎকার অভিজ্ঞতা। আমি অবাক হয়ে লক্ষ করেছি ক্যামেরার সামনে বাবা কতোটা জাত অভিনেতা!’

সোহেল আরমান জানান, আমজাদ হোসেনের মূলকাহিনি নিয়ে ‘জলরং’ নামের ধারাবাহিকটির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন তিনি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে (মোমেন আলী) অভিনয় করছেন তার বাবা। আরও আছেন লায়লা হাসান, কে এস ফিরোজ,  আনিসুল রহমান মিলন, সুমাইয়া শিমু, সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, সিয়াম, সাফা কবির, নাইম, নিকুল কুমার মন্ডল, দীপান্বিতা, শেলী আহসান, কোহিনুর প্রমুখ।  

সোহেল আরমানের পরিচালনায় এটি হতে যাচ্ছে ছয় নম্বর ধারাবাহিক। এর আগে ‘তিন পুরষ’, ‘কৃষ্ণপক্ষ’, ‘শুন্যে বসবাস’, ‘কেউ কাছে কেউ দুরে’ ও ‘চার বায়স্কোপ’ নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।  

সোহেল আরমান (ছবি: সংগৃহীত)সোহেল আরমানের মতে, এ সময়ের জন্য ‘জলরং’ একটু আলাদা ধরনের নাটক। একটি পরিবারকে ঘিরে জীবনঘণিষ্ট ঘটনাবলী তুলে ধরা হয়েছে এতে। সাহিত্যনির্ভর কাজও বলা যায় নাটকটিকে।  

৬ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে  এনটিভিতে প্রচার হবে ‘জলরং’।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।