ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি বক্স অফিসের রাজা নই: আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
আমি বক্স অফিসের রাজা নই: আমির খান ‘দঙ্গল’ ছবির দৃশ্যে আমির খান (ছবি: সংগৃহীত)

তার ছবির মুক্তি মানেই, নতুন নজির কিংবা ইতিহাস। এরই ধারাবাহিকতায় এবার অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেলো আমির খান অভিনীত ‘দঙ্গল’।

এ উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) আনন্দ-আড্ডার আয়োজন করেছিলেন বলিউডের এই সুপারস্টার। আর সেখানে আমন্ত্রিত অতিথিদের সবাই তাকে ‘বক্স অফিসের রাজা’ উপাধি দিয়েছেন।

চমকপ্রদ তথ্য হচ্ছে, নিজের নামের পাশে এমন উপাধি যুক্ত হোক, এমনটা চান না তিনি। এ প্রসঙ্গে আমির ব্যঙ্গ করে বলেন, ‘আমি বক্স অফিসের রাজা নই। আমি শুধু কিরণের (স্ত্রী) রাজা। ’

যোগ করে তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত আমি যতোগুলো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, তাতে কখনও ব্যবসার উদ্দেশ্য ছিলো না। শুধু আমার হৃদয় থেকে ছবিগুলো পছন্দ করেছি। ’

আমির বলেন, “তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’, ‘রঙ দে বসন্তি’, ‘সারফারশ’— এসব ছবিতে আমি যখন অভিনয় করেছি কখনও চিন্তা করিনি এগুলো ভালো ব্যবসা করবে। উদাহরণ স্বরূপ ‘দঙ্গল’কে ধরুন, যেখানে আমি একজন বয়স্ক এবং স্বাস্থ্যবান কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছি। এমনকি এতে কোনো রোমান্টিক গানও নেই, তারপরও এটি ব্লকবাস্টার হিট হয়েছে। ”

আর্ন্তজাতিকভাবে সফলতাকে কীভাবে এগিয়ে নিতে চান— এমন প্রশ্নের জবাবে ৫১ বছর বয়সী অভিনেতা আমির খান বলেন, ‘আমি শুধু ভক্তদের ভালোবাসা চাই, কারণ এটি আমার জন্য সম্মানজনক। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।