ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাবধান, আসছে ভূতবউ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সাবধান, আসছে ভূতবউ! ‘ফিল্লরি’ ছবির দৃশ্যে আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

আবারো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন আনুশকা শর্মা। ‘এনএইচ ১০’-এর মতো সাহসী চরিত্র নয়, এবার ভয়ঙ্কর তিনি। চরিত্রটাকে বিশ্লেষণ করা যায় ‘ভূতবউ’ বলে!  

২০১৫ সালে মুক্তি পেয়েছিলো আনুশকা শর্মার প্রযোজিত প্রথম ছবি ‘এনএইচ ১০’। এতে সাহসী এক চরিত্রে অভিনয় করে বক্স অফিস মাতিয়েছিলেন তিনি।

এবার নিজের প্রযোজিত দ্বিতীয় ছবি দিয়েও আলোচনায় আসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশ হয়েছে ‘পিকে’খ্যাত এই তারকা প্রযোজিত ‘ফিল্লরি’ ছবির ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে, ভূত বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পাঞ্জাবের জালান্ধার জেলার ফিল্লরি শহরের গল্প নিয়ে তৈরি হওয়ায় ছবিটির নাম ‘ফিল্লরি’। এতে আরও রয়েছেন দিলজিত দশাঞ্জ, সুরজ শর্মা ও মেহরিন পীরজাদা। আনশাই লাল পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৪ মার্চ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।