ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আর নয় ‘মুন্নাভাই’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
আর নয় ‘মুন্নাভাই’! ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবির দৃশ্যে আরশাদ ওয়ারসি ও সঞ্জয় দত্ত

‘মুন্নাভাই এমবিবিএস’ (২০০৩) ও ‘লাগে রাহো মুন্নাভাই’ (২০০৬) ছবিতে মুন্না (সঞ্জয় দত্ত) এবং সার্কিটের (আরশাদ ওয়ারসি) রসায়নের কথা মনে আছে নিশ্চয়ই? এরপর থেকে দর্শকের অপেক্ষা ছবিটির তৃতীয় কিস্তির জন্য।

চমকপ্রদ তথ্য হচ্ছে, তিন নম্বর কিস্তি তৈরি হবে। কিন্তু এর মধ্য দিয়ে ‘মুন্নাভাই’ চরিত্রটির ইতি ঘটবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিরিজের নির্মাতা রাজকুমার হিরানি বলেন, “আগামী জুনে সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবির কাজ শেষ হবে। এরপর দ্রুত ‘মুন্নাভাই থ্রি’র কাজে হাত দেবো। আর এটি হবে ‘মুন্নাভাই’ কিস্তির শেষ ছবি। ইতিমধ্যে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন অভিজিৎ। ”

এদিকে নতুন কিস্তির নাম এখনও চূড়ান্ত করেননি ‘মুন্নাভাই’-এর স্রষ্টা হিরানি। এমনকি শেষ কিস্তিতে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি থাকবেন কি-না তাও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।