ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইনিই দাউদ ইব্রাহিমের বোন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ইনিই দাউদ ইব্রাহিমের বোন! ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ ছবির পোস্টার

বাবা শক্তি কাপুর খলনায়ক হিসেবে পর্দা কাঁপিয়েছেন। কিন্তু শ্রদ্ধা কাপুর দর্শকদের মন জয় করছেন মিষ্টি নায়িকা হিসেবে। এবার আর সেই পথে নয়, মাফিয়ার বোন হয়ে আসছেন বলিউডের এই অভিনেত্রী।

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের প্রয়াত বোন হাসিনা পার্কারের জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’। এর প্রধান নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা।

ছবিটিতে ১৭ থেকে ৪০ বছর বয়সী হাসিনার জীবনের ঘটনাবলী তুলে ধরা হয়েছে।

হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ‘আশিকি’খ্যাত এই তারকা বলেন, ‘আমি খুবই আনন্দিত, সেই সঙ্গে খুব বেশি নার্ভাস। কারণ ১৭ থেকে ৪০ বছর— পুরো কাহিনী এই চরিত্রের মধ্যে রয়েছে। এই চরিত্রটি খুবই কঠিন। তবে আমি আশাবাদী। ’

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ ছবিতে দাউদ ইব্রাহিমের চরিত্রে থাকছেন শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুর। ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।