ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পোস্টার যখন ফেসবুক দেওয়ালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পোস্টার যখন ফেসবুক দেওয়ালে ছবি: সংগৃহীত

হ্যান্ডবিল বিতরণ করে বা মোবাইলফোনে এসএমএস পাঠিয়ে অথবা সাক্ষাতে ভোট প্রার্থণা করা যাবে। এর বাইরে অন্য কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে পারবেন না প্রার্থীরা— এমন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফেসবুকে জোড় প্রচার চালাচ্ছেন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে অংশগ্রহণকারীরা।  

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে নির্বাচনী কৌশল। সেটা হোক জাতীয় কিংবা সাধারণ কোনো সংগঠনের ভোটাভুটি।

টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নেতাকর্মীরাও এর বাইরে যাননি। নির্বাচনী প্রচারের জন্য তারা বেছে নিয়েছেন ফেসবুককে। নিষেধাজ্ঞা থাকায় প্রার্থীরা সরাসরি প্রচারে অংশ না নিলেও তাদের সমর্থকরা রং-বেরংয়ের পোস্টার (পোস্টকার্ড বা হ্যান্ডবিল) শেয়ার করছেন, ভোট প্রার্থণা করছেন।  

১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে অভিনয়শিল্পী সংঘের প্রার্থীরা নেমেছেন জোর প্রচারে। শিল্পকলা একাডেমি ও মগবাজার এলাকায় মুক্তিযোদ্ধা গলিতে তাদের বিচরণ চোখে পড়ছে। পাশাপাশি ভোট প্রত্যাশীরা পোস্টার সাঁটানোর জন্য ভার্চুয়াল দেওয়ালকেই (ফেসবুক) প্রাধাণ্য দিচ্ছেন।

এদিকে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির  নৃত্য ও সংগীত ভবনে অনুষ্ঠিত হবে একটি সভা। ‘মিট দ্য ক্যান্ডিডেট’ নামের অনুষ্ঠানে কথা বলবেন বিভিন্ন পদ প্রার্থীরা।

ছবি: সংগৃহীতকয়েকদিন আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ করেছেন সংগঠনটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

নির্বাচনে লড়ছেন যারা—
এবারের নির্বাচনে ১২টি পদের ২৪টি আসনের জন্য লড়াছেন ৫০ অভিনয়শিল্পী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘের সদস্য সংখ্যা ৭২০ জন।  

সভাপতি পদপ্রার্থী
শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডিএ তায়েব ও গোলাম মোস্তফা
সহ-সভাপতি পদপ্রার্থী
আজাদ আবুল কালাম, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন জাহান, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি ও রফিকুল্লাহ সেলিম
সাধারণ সম্পাদক পদপ্রার্থী
আহসান হাবিব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান
যুগ্ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী 
আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী 
লুৎফর রহমান জর্জ ও শহিদ আলমগীর
অর্থ সম্পাদক পদপ্রার্থী 
তানিয়া আহমেদ (একমাত্র)
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী
ঊর্মিলা শ্রাবন্তী কর ও শাহরিয়ার নাজিম জয় 
দফতর সম্পাদক পদপ্রার্থী 
তানভীর মাসুদ ও শামস্ সুমন।
অনুষ্ঠান সম্পাদক পদপ্রার্থী
আরমান পারভেজ মুরাদ, বন্যা মির্জা, শহীদুল আলম বাবু ও হাসান জাহাঙ্গীর
আইন ও কল্যাণ সম্পাদক পদপ্রার্থী 
শামীমা ইসলাম তুষ্টি ও শিরীন বকুল
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী 
ওমর আয়াজ অনি ও আদনান ফারুক হিল্লোল

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১০টি পদের জন্য লড়াই করবেন আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, ওয়াসিম যুবরাজ, জাকিয়া বারী মম, নওশীন, নিকুল কুমার মণ্ডল, মাহমুদ মোস্তফা, আফতাব উদ্দিন খান, নির্জন আজাদ, মুকুল সিরাজ, শেখ মেরাজুল ইসলাম, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল ও হুমায়ুন কাবেরী।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।