ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশেহ আসছেন ভালোবাসা দিবসে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
আনুশেহ আসছেন ভালোবাসা দিবসে  আনুশেহ আনাদিল (ছবি: সংগৃহীত)

ব্যতিক্রমী গায়কীর জন্য খ্যাতি পেয়েছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ব্যান্ড ও একক ক্যারিয়ারে উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় অনেক গান। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরছেন আনুশেহ। 

কলকাতার একাধিক ছবিতে গেয়েছেন আনুশেহ। দেশের অ্যালবামে নেই তার গান।

তবে দুটি সিঙ্গেল বের হয়েছিলো।  এবার খরা কাটছে। অনেকদিন পর কোনো অ্যালবামের জন্য গান করলেন আনুশেহ আনাদিল। পিয়ারি চানের কথা ও সুরে তার গাওয়া গানটির নাম ‘আমি নামবো জলে’। এর সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটি থাকবে একটি ইপি অ্যালবামে। এর নাম ‘নামবো জলে’।

পিন্টু ঘোষ ও নির্ঝর চৌধুরী (ছবি: সংগৃহীত)ঈগল মিউজিকের সত্ত্বাধিকারী কচি আহমেদ জানান, আনুশেহ, পিন্টু ঘোষ ও নির্ঝর চৌধুরীর গাওয়া তিন গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করা হচ্ছে ভালোবাসা দিবসে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতি ভাঙছেন জনপ্রিয় শিল্পী আনুশেহ।  

অ্যালবামে নির্ঝর চৌধুরী গেয়েছেন নূরী পাগলের গান ‘ভাবি বুঝি আমার লাগো’ আর পিন্টু গেয়েছেন ‘আমি সুখেরই আশায়’। অ্যালবামের তিনটি গানই পুরনো দিনের।  

২০১২ সালে প্রকাশ হয়েছিলো কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিলের প্রথম একক অ্যালবাম ‘রাই’। এরপর লম্বা বিরতি শেষে গেলো বছর জুনের দিকে অন্তর্জালে দুটি গান পাওয়া যায় তার কণ্ঠে। শিরোনাম ‘আমরা বলি সর্বজন’ ও ‘বলিউড হলিউড'। এর মধ্যে কলকাতার ছবিতে গেয়েছেন।  ফিরিয়েছেন বলিউডে গাওয়ার প্রস্তাবও।  

অানুশেহ আনাদিল এখন আমেরিকায় অাছেন। ‘আমি নামবো জলে’ গান সম্পর্কে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।