ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে ‘আঙ্কেল’ বলায়…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
সালমানকে ‘আঙ্কেল’ বলায়… বরুণ ধাওয়ান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

২০ বছর আগে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘জুড়ুয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার ছবিটির সিক্যুয়েল ‘জুড়ুয়া-টু’তে সালমানের পরিবর্তে আসছেন পরিচালকের ছেলে বরুণ ধাওয়ান।

‘জুড়ুয়া টু’র প্রথম পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে বরুণ বলেন, “প্রথম যখন ‘জুড়ুয়া’ ছবির সেটে সালমান খানকে দেখি, তখন আমার বয়স ছিলো ৭ বছর। আমি তাকে ‘আঙ্কেল’ বলে ডাকায় তিনি রেগে গিয়ে আমাকে চড় মারতে চেয়েছিলেন!”

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই তারকা আরও বলেন, ‘আঙ্কেল ডাকলে রাগ করতেন সল্লু।

তিনি আমাকে বলেছিলেন, তুমি ডেভিড ধাওয়ানের ছেলেই হও বা আর যে-ই হও, শুটিং সেটে আমাকে আঙ্কেল ডাকা যাবে না। ’

১৯৯৭ সালে হারিয়ে যাওয়া যমজ ভাই প্রেম মালহোত্রা ও রাজা এই দু’চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সালমান। বরুণ কি পারবেন সালমানকে ছাড়িয়ে যেতে? এমন প্রশ্নের জবাবে ২৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘সালমান খানের আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। আমি কারও মতো অভিনয় করতে চাইনা বা কাউকে টেক্কাও দিতে চাই না। আমি শুধু চাই আমার মতো করে ভালোভাবে কাজটি করতে। আমি কাউকে হতাশও করতে চাই না। ’

ডেভিড ধাওয়ান পরিচালিত ও সাজিদ নাদিয়াড়ওয়ালা প্রযোজিত ‘জুড়ুয়া টু’তে বরুণ ধাওয়ানের বিপরীতে রয়েছেন তাপসি পান্নু ও জ্যাকলিন ফার্নান্দেজ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।