ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পির ‘ডিস্কো ডান্সার’ পছন্দ করেছিলেন জ্যাকসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বাপ্পির ‘ডিস্কো ডান্সার’ পছন্দ করেছিলেন জ্যাকসন মাইকেল জ্যাকসন ও বাপ্পি লাহিড়ি (ছবি: সংগৃহীত)

লম্বা বিরতির পর বলিউড অভিনেত্রী তাপসি পান্নু অভিনীত ‘রানিং সাদি ডটকম’ ছবির মধ্য দিয়ে গানে ফিরেছেন বাপ্পি লাহিড়ি।

এ কারণে ‘মাই লাইফ মাই স্টোরি অন জি’ নামে একটি টকশো’তে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সেখানে মার্কিন পপসম্রাট প্রয়াত মাইকেল জ্যাকসনের প্রসঙ্গ উঠে আসে।

এ সময অনেকটা আবেগপ্রবণ হয়ে যান বাপ্পি।

৬৪ বছর বয়সী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি বলেন, ‘১৯৯৬ সালে প্রথম ভারতে এসেছিলেন মাইকেল জ্যাকসন। এ সময় মাত্র কয়েকজন তার সঙ্গে দেখা করতে পেরেছিলেন। আর সেই সৌভাগ্যবানদের মধ্যে ছিলাম আমিও। জ্যাকসন আমার গাওয়া ‘ডিস্কো ডান্সার’ ও ‘জিমি জিমি’ গানের প্রশংসা করেছিলেন। এটিই ছিলো আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত। ’

বলিউডে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এক সময়ের ব্যস্ত গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি। এক বছরে ৩৩টি ছবিতে ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন লাহিড়ি।

 ** ‘ডিস্কো ডান্সার’ গানের ভিডিও

** ‘জিমি জিমি’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।