ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বসন্তের প্রথম দিন ‘তোমাকে আসতেই হবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বসন্তের প্রথম দিন ‘তোমাকে আসতেই হবে’ ‘তোমাকে আসতেই হবে’ নাটকের দৃশ্যে তৌসিফ ও সাফা (ছবি: সংগৃহীত)

ভালোবাসা দিবস নয়, তার আগের দিনের জন্য তৈরি হলো বিশেষ নাটক ‘তোমাকে আসতেই হবে’। পহেলা ফাল্গুন বা বসন্তের প্রথমদিন এটি প্রচার হবে। 

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটি অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, আনন্দ খালেদ, ফাহিম হাসান প্রমুখ।  

গল্পে দেখা যাবে, পরীক্ষায় ফেলটুস সাব্বির (তৌসিফ) স্টিভ জবসকে আইডল মনে করে।

কিছু একটা করে ‘গুরু’ স্টিভ জবসের মতো সে তাক লাগিয়ে দিতে চায়। শুরুতেই সে একটি অনলাইন বিজনেস চালু করতে চায়, যেখানে সে শুধু নূপুর বিক্রি করবে। অনলাইন পেইজে নূপুরের ছবি দেওয়া নিয়ে বিপাকে পড়ে সে। কারণ, ছবি দিতে হলে যে কোনো মেয়ের সুন্দর পা দরকার। সেই পায়ে নূপূর পরিয়ে ছবি তোলা হবে। কিন্তু সুন্দর পা কোথায় পাবে! পা খুঁজতে গিয়ে জোয়ানার (সাফা) সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে সাব্বির। জোয়ানারও ভালো লাগে সাব্বিরকে। প্রেম হয়। তারপর?

বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে।  

‘তোমাকে আসতেই হবে’ নাটকে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বললেন, ‘নাটকটি দেখে মানুষ হাসতে হাসতে কেঁদে ফেলবে। অভিনয় করে খুব মজা পেয়েছি। ’

সাফা কবির বললেন, ‘নাটকটি মানুষকে প্রেমে ফেলতে সাহায্য করবে। বেশ রোমান্টিক একটি গল্প। অভিনয় করার সময় আমি সেটা অনুভব করেছি। ’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।