ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেলেনার পাতলা ঠোঁট আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সেলেনার পাতলা ঠোঁট আর নেই সেলেনা গোমেজ (ছবি: সংগৃহীত)

মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের চির পরিচিত সেই পাতলা ঠোঁট আর নেই। ছুরি-কাঁচির কারসাজিতে পাল্টে গেছে সব। 

‘হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’খ্যাত তারকা সেলেনা গোমেজ অনবদ্য রূপের জন্য ভক্তমহলে বিশেষভাবে প্রশংসিত। আবেদনময়তা বাড়ানোর জন্য সম্প্রতি সার্জারির মাধ্যমে পুরুষ্ট গোলাপি ঠোঁটের অধিকারী হয়েছেন তিনি।

 

কিছু ছবিতে মিলেছে সেলেনা গোমেজের ‘লিপ কসমেটিক সার্জারি’র প্রমাণ। এ তারকার এখনকার ছবির সঙ্গে তার আগের ছবির তুলনা করলে যে কেউ পার্থক্য উপলব্ধি করবেন। সেলেনার নতুন ‘লুক’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে।  

সেলেনা গোমেজের এই ট্যাটু নিয়েই বিতর্ক (ছবি: সংগৃহীত)কেউ কেউ অস্ত্রোপচারের সাহায্যে ঠোঁট বড় করার ঘটনাটিকে ইতিবাচকভাবে নিলেও, ‘কৃত্রিমতার বহিঃপ্রকাশ’ বলে অবহিত করছেন নিন্দুকেরা।

এদিকে সম্প্রতি শরীরের বিশেষ স্থানে ট্যাটু করিয়েও সমালোচনার মুখে পড়েছেন ২৪ বছর বয়সী এই শিল্পী। সেলেনার ওই ট্যাটু নাকি সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।