ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘উদাহরণ তৈরির চেষ্টা করছি না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
‘উদাহরণ তৈরির চেষ্টা করছি না’ সুজান খান ও হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)

প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন হৃতিক রোশন। এখানে সেখানে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন তারা। যে কারণে অনেকেই মনে করছেন আবার এক হওয়ার পরিকল্পনা করছেন এই জুটি।

এ বিষয়ে হৃতিক বলেন, ‘সুজান আর আমি কোনো উদাহরণ তৈরির চেষ্টা করছি না। আমরা এমনই।

আমি মানুষটাই এমন। নির্বিঘ্নে হবে না এমন কোনো কাজ করতে পারি বলে মনে হয় না। সম্পর্কের ক্ষেত্রে দুই পক্ষকে পরিষ্কার ও পারস্পরিক স্বার্থের কথা ভেবে চলতে হয়। ’

৪৩ বছর বয়সী হৃতিক আরও বলেন, ‘আমি কখনও অন্য ব্যক্তির ওপর নির্ভরশীল হতে চাই না। হোক সেটা আমার পরিবার, বন্ধু অথবা সুজানা। আমি শান্তিপ্রিয় ব্যক্তি। ’

সুজানকে স্ত্রী হিসেবে আবার গ্রহণ করবেন কি-না এর জবাবে ‘কাবিল’খ্যাত এই তারকা বলেন, ‘আমি সুখে আছি। আমার চারপাশে ভালোবাসা রয়েছে, যা নিয়ে আমি সন্তুষ্ট। আর আমার মনে হয় না এই মুহূর্তে কোনো কিছু মিস করছি। বিয়ে বা সঙ্গ আবার তখনই হবে যখন বিশেষ কাউকে খুঁজে পাবো। তাছাড়া বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার। ’

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিএসকে/এসও

আরও পড়ুন>>>
** এখনও ভালোবাসাবাসি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।