ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তোমার হাতটা একটু ধরতে চাই’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
‘তোমার হাতটা একটু ধরতে চাই’ (ভিডিও) ‘এই শোনো’ গানের মডেল সোহানা (ছবি: সংগৃহীত)

‘এই শোনো, তোমার হাতটা একটু ধরতে চাই/নতুন স্বপ্ন গড়তে চাই/তোমার কাছে আসতে আসতে আরো ভালোবাসতে চাই’—দ্বৈতকণ্ঠের এই গানটি গেয়েছেন আসিফ আকবর ও মোহনা। সম্প্রতি এর ভিডিওচিত্র উন্মুক্ত হয়েছে ইউটিউবে।
 

‘এই শোনো’ শিরোনামের গানটি লিখেছেন জীবন মাহমুদ। মাহফুজ ইমরানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

এতে মডেল হয়েছেন সোহানা ও মাহিন। এটি  যৌথভাবে নির্মাণ করেছেন তপু খান ও আনিসুর রহমান রাজীব। ভিডিওটি প্রকাশ করেছে সিএমভি।

গান প্রসঙ্গে আসিফ বলেন, ‘রোমান্টিক একটি গান। ভিডিওতে সুন্দর একটা গল্প আছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালোই লাগবে। ’

মোহনা বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে এর আগেও গান করেছি। আমাদের গাওয়া প্রতিটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। আশা করছি এই ভিডিওটিও সবার ভালো লাগবে। ’

* ‘এই শোনো’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।