ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়েকে সেলফি তুলতে নিষেধ করলেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মেয়েকে সেলফি তুলতে নিষেধ করলেন শ্রীদেবী জানভি কাপুর (ছবি: সংগৃহীত)

বলিউডে অভিষেকের জন্য নিজেকে তৈরি করছেন শ্রীদেবীকন্যা জানভি কাপুর। মেয়েকে নিজের মতো করে দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। আবার একই সময়ে কঠোরও হয়েছেন এক সময়ের আলোচিত এই নায়িকা।

এক মাস আগে জানভিকে তার কথিক প্রেমিক (রাজনীতিবীদ সুশিল কুমার সিন্দের নাতী) শেখর পাহাড়িয়ার সঙ্গে দেখা করতে বারণ করেছেন শ্রীদেবী। এমনকি কোনো ছেলে বন্ধুর সঙ্গেও মেলামেশা করা যাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এখানেই থেমে থাকেননি ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত এই তারকা। জানভি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রভৃতি) প্রকাশ করুক এটাও চান না শ্রীদেবী। এ ব্যাপারেও হুশিয়ার করে দিয়েছেন জানভিকে।  

জানভি কাপুর ও শ্রীদেবীশোনা যাচ্ছে, করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির দ্বিতীয় কিস্তিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন জানভি কাপুর। এতে তার বিপরীতে অভিনয় থাকবেন টাইগার শ্রফ।

এ প্রসঙ্গে জানভির বাবা প্রযোজক বনি কাপুর বলেন, ‘করণ তার ছবিতে জানভিকে নিতে চেয়েছেন এবং আমরাও অনুমতি দিয়েছি। কিন্তু আমরা এখনও জানি না কোন ছবিতে ও অভিনয় করবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।