ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আপাতত বলিউডে ফেরা হচ্ছেনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আপাতত বলিউডে ফেরা হচ্ছেনা ফ্রিডা পিন্টো (ছবি: সংগৃহীত)

নিজের আসন্ন টেলিভিশন সিরিজ ‘গেরিলা’ নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী ফ্রিডা পিন্টো। তাই এ মুহূর্তে বলিউডে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।

এ প্রসঙ্গে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, “এপ্রিলে আমার মিনি সিরিজ ‘গেরিলা’ প্রচার হবে। এ জন্য অপেক্ষায় রয়েছি।

আমি এখনও পর্যন্ত জানতে পারিনি এটি কোনো চ্যানেলে প্রচার করা হবে। তবে ভারতেও এটি প্রচার করা হবে এ কারণে বেশ আনন্দিত। ”

ফ্রিডা পিন্টোবলিউডে কাজ করা নিয়ে ‘স্লামডগ মিলিনিয়ন’খ্যাত এই তারকা বলেন, ‘বলিউডে কাজ করার সময় এলেই করবো। আর তখন (গণমাধ্যমকর্মী) আপনারা আমার সাক্ষাৎকারও নিতে পারবেন। ’
 
২০০৮ সালে ‘স্লামডগ মিলিনিয়ন’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন ফ্রিডা। এতে তার সহশিল্পী ছিলেন তারই প্রাক্তন প্রেমিক দেব প্যাটেল। এ ছাড়া হলিউডের ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপেস’, ‘ডেসার্ট ড্যান্স’ ও ‘ইমমরটাল’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেছেন ফ্রিডা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।