ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৎ মায়ের সঙ্গে প্রথম সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
সৎ মায়ের সঙ্গে প্রথম সেলফি মান্যতা ও ত্রিশালা (ছবি: সংগৃহীত)

বলিউড মহলে একটি গুঞ্জন রয়েছে যে, সঞ্জয় দত্তের আগের ঘরের মেয়ে ত্রিশালার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মান্যতার সম্পর্ক মোটেও ভালো না। শোনা গিয়েছিলো সঞ্জয় যখন জেলে ছিলেন তখন একবারের জন্যও ভারতে আসেননি সঞ্জয়কন্যা।

এমনকি তাদের দু’জনের একসঙ্গে তোলা কোনো ছবি আজ পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন এই সৎ মা ও মেয়ে।

সম্প্রতি ত্রিশালার সঙ্গে দেখা করতে নিউইয়র্ক গিয়েছেন মান্যতা। আর সেখানেই দু’জনে একসঙ্গে মিলে ঘুরতে বেরিয়ে সেলফি তুলেছেন ইচ্ছেমতো। যার একটি ইনস্টাগ্রামে শেয়ার করে ত্রিশালা লিখেছেন, ‘অমূল্য একটি সেলফি। ’

অন্যদিকে আরেকটি সেলফি শেয়ার করে যমজ সন্তানের মা মান্যতা লিখেছেন, ‘ওর (ত্রিশালা) পড়াশোনা শেষ হলে আমি তাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। কেননা তারপরই আমাদের পরিবার সম্পূর্ণ হবে। ’   

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।