ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিন্স মাহমুদের সুরে ইমরানের ‘বরষা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
প্রিন্স মাহমুদের সুরে ইমরানের ‘বরষা’ প্রিন্স মাহমুদ ও ইমরান (ছবি: সংগৃহীত)

অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কারিগর প্রিন্স মাহমুদ। এখনও বেছে বেছে কাজ করছেন তিনি। অন্যদিকে সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করলেন। 

প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে প্রথমবার ‘ভীষণভাবে’ নামে একটি গান গেয়েছিলেন ইমরান। এটি ঠাঁই পেয়েছিলো ‘খেয়ালপোকা’ নামের মিশ্র অ্যালবামে।

এবার তারা কাজ করেছেন ‘বরষা’ নামের চলচ্চিত্রে। এতে শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন ইমরান।  

রোববার (১২ ফেব্রুয়ারি) অনিমেষ আইচ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বরষা’র প্রিমিয়ার হয়ে গেলো। এখানেই প্রথমবার শোনা গেলো ইমরানের গানটি। গানের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন তাহসান। ছবিটিতে প্রথমবারের মতো তাহসানের নায়িকা হয়েছেন ভাবনা।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।