ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আট বছর পর গ্র্যামির মঞ্চে জ্যাকসনকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আট বছর পর গ্র্যামির মঞ্চে জ্যাকসনকন্যা প্যারিস জ্যাকসন (ছবি: সংগৃহীত)

লস অ্যাঞ্জলসের স্টেপলস সেন্টারে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৫৯তম আসর। আর সেখানে নামিদামী তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন।

এর মধ্য দিয়ে আট বছর পর গ্র্যামির মঞ্চে পা রাখলেন প্যারিস।

এ প্রসঙ্গে ১৮ বছর বয়সী এই তরুণী বলেন, ‘২০০৯ সালে গ্র্যামির মঞ্চে যখন বাবাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছিলো তখন আমার বয়স ছিলো মাত্র ১১ বছর।

সে সময় আমি ও আমার ভাই প্রিন্স বাবার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছিলাম। ’

প্যারিস জ্যাকসন (ছবি: সংগৃহীত)অন্যদিকে, গ্র্যামির ৫৯তম আসরে বাবার কথা স্মরণ করে প্যারিস আরও বলেন, ‘আমাদের বাবা কতোটা সেরা ছিলেন তা কল্পনাও করতে পারবেন না আপনারা। তবে শুধু বলতে চাই আমি তাকে খুব বেশি ভালোবাসি। ’

প্যারিস জ্যাকসন প্রয়াত মাইকেলে জ্যাকসনের একমাত্র মেয়ে। এছাড়া প্রিন্স মাইকেল ক্যাথেরিন জ্যাকসন, মাইকেল জোসেফ জ্যাকসন এবং জুনিয়র প্রিন্স মাইকেল জ্যাকসন নামে তার তিনটি ছেলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।