ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমের নতুন গান ‘মিথ্যে নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
প্রেমের নতুন গান ‘মিথ্যে নয়’ হাবিব ওয়াহিদ/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ— সেই আপডেট দিচ্ছেন ভক্তদের। কোন গান? প্রেম-বিরহের গানে হাবিব যে ধারা তৈরি করেছেন, এটা তেমনই এক গান, নাম ‘মিথ্যে নয়’।

প্রস্তুতি ছিলো ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মিউজিক ভিডিও প্রকাশের। সেটা হলো না, আপাতত অডিও তথা লিরিক ভিডিও এসেছে ইউটিউবে।

‘মিথ্যে নয়’ লিখেছেন শফিক তুহিন, সুর ও সংগীত যথারীতি হাবিবেরই।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রথমবারের মতো গাইলেন হাবিব। তৈরি হচ্ছে ব্যয়বহুল ভিডিও। আপাতত ‘সিক্রেট’ থাকছে ভিডিওর বাকি তথ্য।

হাবিব সবশেষ গান প্রকাশ করেছেন বছরের শুরুতে। গানের নাম ‘তুমিহীনা’। নিজের ইউটিউব থেকে প্রকাশিত হাবিবের সেই গান দেখা হয়েছে ৬ লক্ষ ৩২ হাজারের বেশি। গত বছর বিরতি ভেঙে নতুন গান ও প্রকাশে মনযোগী হয়েছেন আলোচিত এই শিল্পী। সেই ধারাবাহিকতারই আরেক নমুনা ‘মিথ্যে নয়’।

* হাবিব ওয়াহিদের গাওয়া ‘মিথ্যে নয়’ গানের অডিও:

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।