ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিরার দ্বিতীয় স্বামী শহিদ কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মিরার দ্বিতীয় স্বামী শহিদ কাপুর! মিরা রাজপুত ও শহিদ কাপুর (ছবি: সংগৃহীত)

বলিউডের আলোচিত জুটিদের মধ্যে অন্যতম শহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি। এ কারণে সবসময় আলোচনার শীর্ষে থাকেন তারা। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসরে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন এই জুটি।

সেখানেই স্ত্রী মিরার একটি গোপন তথ্য ফাঁস করে বলিউডের এই অভিনেতা জানান, ‘আমি মিরার দ্বিতীয় স্বামী! মোবাইল ফোন হচ্ছে ওর প্রথম স্বামী। কারণ ও সবসময় ফোন নিয়ে ডুবে থাকে।

এমনকি আমরা যখন একসঙ্গে থাকি এবং আমি যখন ওর সঙ্গে কথা বলে যাই তখনও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে ও। ’

স্বামীর এমন তথ্য ফাঁসে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান মিরা। আর পরিস্থিতির সামাল দিয়ে তিনি বলেন, ‘আমি তোমাকেই ভালোবাসি শহিদ। ’

২০১৫ সালের ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েছিলেন শহিদ কাপুর ও মিরা রাজপুত। তাদের ঘরে মিশা নামে একটি মেয়ে রয়েছে।

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ৩৫ বছর বয়সী এই অভিনেতা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাইফ আলি খান ও কঙ্গনা রনৌত।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।