ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওয়েটারকে আরাধ্যর ভ্যালেন্টাইন শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ওয়েটারকে আরাধ্যর ভ্যালেন্টাইন শুভেচ্ছা দাদা অমিতাভ বচ্চনের কোলে আরাধ্য

যতো ব্যস্ততাই থাকুক না কেনো, বিশেষ দিনগুলোতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না মেগাস্টার অমিতাভ বচ্চন। এ কারণেই তো ভালোবাসা দিবসে নাতনি আরাধ্য বচ্চন ও পরিবারের সবাইকে নিয়ে পিৎজা খেতে বেরিয়েছিলেন কিংবদন্তী এই অভিনেতা।

রেস্তোরাঁয় এমন একটি কাজ করেছে আরাধ্য, যা দেখে দাদা হিসেবে গর্ববোধ করছেন অমিতাভ। ঘটনাটির বর্ণনা দিয়ে ৭৪ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘আরাধ্যর ইচ্ছে ছিলো ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে পিৎজা খেতে যাবে।

তার ইচ্ছেনুসারে পরিবারের সবাই দিনটি পালনের জন্য একটি ইতালিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম। ’

বিগ বি আরও লিখেছেন, ‘শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে ঐশ্বরিয়াকন্যা। তাই রেস্টুরেন্টে গিয়ে নিজের জায়গায় বসে দু’পায়ের ওপর রুমাল রাখলো এবং মেনু দেখে ওয়েটারকে তার পছন্দের পিৎজার অর্ডার দিলো। ওয়েটার পিৎজা পরিবেশন করছে— এমন সময় তাকে ধন্যবাদ ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালো আরাধ্য। ’  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।