ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের জন্য প্রেমিকার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সালমানের জন্য প্রেমিকার গান সালমান খান ও লুলিয়া ভানটুর (ছবি: সংগৃহীত)

ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) যেন মনের কথা মুখ ফুটে সবাইকে জানানোর উপলক্ষ। এই দিনটিতে নিজেদের প্রেমের কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান ও তার প্রেমিকা লুলিয়া ভানটুর।

ভালোবাসা দিবসের আগে রোমানিয়ান সুন্দরী লুলিয়াকে একটি লকেট উপহার দিয়েছলেন সালমান খান। এবার নিজের ভালোবাসা প্রকাশ করে প্রেমিক সালমানকে গান উপহার দিয়েছেন লুলিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন লুলিয়া। যেখানে দেখা যাচ্ছে, সালমানের প্রযোজিত ‘হিরো’ ছবির ‘ম্যায় হু হিরো তেরা’ গানটি গেয়েছেন তিনি। এর ক্যাপশনে ৩৬ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেনটাইন’স ডে। এই উপহার তোমার জন্য। ’   

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।