ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেল থেকে ফেরার পর প্রথম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
জেল থেকে ফেরার পর প্রথম সঞ্জয় দত্ত (ছবি: সংগৃহীত)

দু’বছর আগে পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এরপর থেকে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। সম্প্রতি নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন তিনি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ‘ভূমি’ নামে একটি ছবির দৃশ্যধারণের কাজ শুরু করেছেন তিনি। উত্তর প্রদেশের বামরৌলি কাটারায় একটি পুরাতন বাড়িতে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে।



এ বিষয়ে সঞ্জয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ওমাঙ্গ এবং তার স্ত্রী বনীতার গিয়ে লোকেশন ঠিক করেছেন। আগামী মার্চ পর্যন্ত এখানে ‘ভূমি’র দৃশ্যধারণ চলবে।

‘ভূমি’ ছবির সেটে সহশিল্পীদের সঙ্গে সঞ্জয় দত্তওমাঙ্গ কুমার পরিচালিত ও ভূষণ কুমার প্রযোজিত ‘ভূমি’তে ৫৬ বছর বয়সী এই অভিনেতার সহশিল্পী হিসেবে রয়েছেন আদিতি রাও হায়দারি।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।