ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গিটার জাদুকর ‘গাথ্রি ইন ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
গিটার জাদুকর ‘গাথ্রি ইন ঢাকা’ গাথ্রি গোভান

গিটারপ্রেমীদের জন্য সুখবর। গিটারের জাদুকর খ্যাত গাথ্রি গোভান প্রথমবারের মতো আসছেন ঢাকায়। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে ‘গাথ্রি ইন ঢাকা’ কনসার্টটি হবে।

দ্য রক প্রজেক্ট বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় লিমিটলেস এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় কনসার্ট আয়োজন করা হয়েছে। এই কনসার্টে বৃটিশ নাগরিক গাথ্রি গোভানের সঙ্গে ড্রামসে গিনো ব্যাঙ্কস ও বেজ গিটারে মোহিনী দে অংশ নেবেন।

এ ছাড়া কনসার্টের পরিবেশনায় অংশ নেবেন আর্টসেলের এরশাদ জামান, এক্স ফ্যাক্টরের ইকবাল আসিফ জুয়েল, পাওয়ারসার্জের সামির হাফিজ, একলিপ্সের ওয়াসিয়ুন খান ও কোয়ন্টা।  

এতো গেলো কনসার্টের খবর। এ ছাড়াও ৪৫ বছর বয়সী গিটারিস্ট গাথ্রি গোভানের কাছ থেকে সরাসরি গিটার শেখার বিশেষ সুযোগও রাখছেন আয়োজকরা। ২৭ ফেব্রুয়ারি ‘এক্সক্লুসিভ গিটার ক্লিনিক বাই গাথ্রি গোভান’ আয়োজন হবে গুলশান শুটিং ক্লাবে। এই সেশনে আগ্রহীরা অংশ নিতে পারবেন।  

এরই মধ্যে ওয়ার্ল্ড ট্যুরে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়নপ্রাপ্ত সুরকার স্টিভেন উইলসনের সঙ্গে একই  মঞ্চে পারফর্ম করেছেন গাথ্রি। কয়েকটি সম্মাননা নিজের ঝুলিতে নিয়েছেন।  

কনসার্টে অংশ নেওয়ার জন্য https://enterlimitless.com/ এবং ফেসবুক পেজ : The Rock Project Dhaka-এর মাধ্যমে অনলাইন ও ক্যাশপয়েন্টের মাধ্যমে টিকেট কেনা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর বিকাশ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, এম ক্যাশ, ইন্টারনেট ব্যাংকিং এমটিবি এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। এ ছাড়া ক্যাশপয়েন্ট বনানী ভেলোসিটি, ধানমণ্ডি ম্যাডসেফ এও উত্তরার রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্টে টিকেটের অর্থ প্রদান করা যাবে।

* উপভোগ করুন গাথ্রি গোভানের গিটার বাদন:

 

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।