ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবুল হায়াতের প্রথম মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আবুল হায়াতের প্রথম মিউজিক ভিডিও ‘বায়ান্ন’ গানের মিউজিক ভিডিওর দৃশ্যে আবুল হায়াত (ছবি: সংগৃহীত)

মিউজিক ভিডিও সম্পর্কে তেমন কোনো ধারনা ছিলো না। কাজ করতে গিয়ে সুন্দর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আবুল হায়াত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গানে মডেল হয়ে এমনটাই জানালেন জনপ্রিয় এই অভিনেতা। 

নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের পর এবার মিউজিক ভিডিওতে কাজ করেছেন আবুল হায়াত। ‘বায়ান্ন’ শিরোনামের গানটি লিখেছেন লালন লোহানী।

নিজের সুরে এটি কণ্ঠে তুলেছেন নাজির মাহমুদ। মিউজিক ভিডিওতে আবুল হায়াতের সহশিল্পী হিসেবে আছেন রিফা ও শিল্পী নিজে। এটি তৈরি করেছেন ইয়ামিন এলান।

মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘প্রথম প্রস্তাবে রাজি ছিলাম না। পরে তাদের আগ্রহ দেখে এবং সবকিছু শোনার পর মনে হলো এমন একটি কাজে আমি অংশ নিতে পারি। ’

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১) উপলক্ষে অনলাইনে প্রকাশ করা হবে ‘বায়ান্ন’ শিরোনামের গান ও ভিডিও।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসও     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।