ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অসুস্থ তারিক আনামকে নেওয়া হলো ভারতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
অসুস্থ তারিক আনামকে নেওয়া হলো ভারতে তারিক আনাম খান, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান অসুস্থ। হৃদরোগে আক্রান্ত এ শিল্পীকে দেশে চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয়েছে ভারতে। তবে তার অবস্থা গুরুতর নয়। 

খোঁজ নিয়ে জানা গেছে,  ১৪ ফেব্রুয়ারি তিনি পূবাইলে শুটিংয়ে অংশ নেন। তখনই অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাম করা হয়। তখনই জানা যায় যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তারিক। এরপর চিকিৎসায় কিছুটা সুন্থও হয়ে ওঠেন তিনি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য তারিক আনাম খানকে ভারতের দিল্লীতে নেওয়া হয়েছে। নাট্যজন ঝুনা চৌধুরী এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে তারিক আনাম খানকে দ্রুত ভারতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।