ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ কোন মাধুরী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এ কোন মাধুরী? মেকআপ ছাড়া মাধুরী দীক্ষিত (ছবি: সংগৃহীত)

দিনটাই মাটি হয়ে গেলো বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। কে জানতো জৌলুসহীন চেহারায় তাকে ধরা পড়তে হবে ক্যামেরায়? মেকআপহীন মাধুরীর ছবিগুলো এখন রীতিমত ভাইরাল।

এমন ঘটনার মুখোমুখি হয়েছেন শোবিজের অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন একসময়ের হার্টথ্রব সুন্দরী নায়িকা মাধুরী।

 

১৬ ফেব্রুয়ারি বান্দ্রায় স্বামী শ্রীরাম নেনের সঙ্গে থাকা অবস্থায় আচমকা মাধুরী ধরা পড়লেন ক্যামেরার লেন্সে। এ সময় তার চেহারায় মেকআপের ছিটেফোঁটাও ছিলো না। মাধুরী বোধহয় ভাবতেই পারেননি যে, এখনও রাস্তায় বেরলেই চিত্রগ্রাহকদের ক্যামেরা তাকে ধাওয়া করতে পারে, মেকআপ ছাড়া তার বয়সী মুখ এখনও নজর কাড়বে!

মেকআপ ছাড়া মাধুরী দীক্ষিত (ছবি: সংগৃহীত)গাড়ির কাঁচ ভেদ করে সিটে বসা নায়িকাকে দেখতে পেয়ে  ঝলসে ওঠলো ক্যামেরা—ব্যস, ছবিগুলো ভাইরাল।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।