ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড নায়কদের সম্পর্কে যাচ্ছেতাই বক্তব্য! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
বলিউড নায়কদের সম্পর্কে যাচ্ছেতাই বক্তব্য! (ভিডিও) সাবা কামার (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেতাদের সম্পর্কে যাচ্ছেতাই কথাবার্তা বলছেন এক অভিনেত্রী— এমনই একটি পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। পাকিস্তানী এই অভিনেত্রীর নাম সাবা কামার। অচিরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছিলো বছর খানেক আগে। ‘গুড মর্নিং জিন্দেগি’ নামে ওই টেলিভিশন অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবা।

অনুষ্ঠানের হোস্ট তাকে সালমান খান, হৃতিক রোশন, ইমরান হাসমি, রণবীর কাপুরদের মতো বলিউড তারকাদের ছবি দেখান এবং এই অভিনেতাদের সঙ্গে অভিনয়ের প্রস্তাব যদি ফিরিয়ে দেন, তাহলে  কী কারণে করবেন, সেটি জানাতে বলা হয় সাবাকে।

প্রথম ছবিটি ছিলো হৃতিকের। সাবা বলেছেন, ‘উনি তো দুই সন্তানের বাবা। ’ দ্বিতীয় ছবিটি ইমরান হাসমির। সাবার উত্তর, ‘আমি মুখের ক্যানসার চাই না’।

এক পর্যায়ে রীতেশ দেশমুখের ছবি দেখানো হলে সাবা বলেন, ‘আমি পাকিস্তানের প্রথম শ্রেণীর অভিনেত্রী। তাই ভারতেরও প্রথম শ্রেণীর অভিনেতাদের সঙ্গেই কাজ করতে চাই। ’

সালমান খানের ছবি দেখে সাবা বলেছেন, ‘আরে, উনি তো খুবই তুচ্ছ, নাচতে পর্যন্ত জানেন না’।

প্রিয় নায়কদের এমন করে তুলোধুনো করায় চটেছেন তাদের ভক্তরা। ইউটিউবে মন্তব্যের ঘরে তাদের ক্ষোভও প্রকাশ পাচ্ছে।

ইরফান খানের বিপরীতে সাবার বলিউডে অভিষেক হচ্ছে ‘হিন্দি মিডিয়াম’ ছবির মধ্য দিয়ে। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে এটি।

* দেখুন ভিডিও: 


বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।