ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিশার নিন্দা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
তিশার নিন্দা তিশা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় অভিনেত্রী নসুরাত ইমরোজ তিশা অভিনীত আলোচিত ছবি ‘ডুব’ মুক্তিতে জটিলতা তৈরি হয়েছে। ছবিটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

“ডুব’ চলচ্চিত্রের অনাপত্তিপত্র স্থগিতের তীব্র নিন্দা জানাই। এই সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করে ছবিটি মুক্তির জোর দাবী জানাই”— শনিবার সকালে (১৮ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের পাতায় এমন মন্তব্য করেছেন তিশা।

সেন্সরোর্ডের আগে যৌথ প্রযোজনার ছবিটি দেখেছে প্রিভিউ কমিটি। তারা প্রথমে অনাপত্তিপত্র দিলেও পরে সেটা স্থগিত করেন। এর ফলে ছবিটির মুক্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। সময়ই বলে দেবে এ স্থগিতাদেশ কতোদিন পর্যন্ত থাকবে।

জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও ইরফান খান প্রযোজিত বড় বাজেটের ‘ডুব’ নিয়ে আলোচনা চলছে শুরু থেকেই। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফারুকীর স্ত্রী তিশা।

এদিকে ‘ডুব’-এ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী ‘আপত্তিকরভাবে’ তুলে ধরা হয়েছে বলে সেন্সরবোর্ডকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন মেহের আফরোজ শাওন। সব মিলিয়ে ‘ডুব’ এখন টক অব দ্য কান্ট্রি।   

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।