ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার চূড়ান্ত বিচ্ছেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এবার চূড়ান্ত বিচ্ছেদ জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেক (ছবি: সংগৃহীত)

স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে ১২ বছরের সংসারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার।

এ প্রসঙ্গে গার্নারের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘যাই হোক না কেনো বিচ্ছেদের পরও এই দম্পতি একসঙ্গে তাদের পরিবারকে দেখাশুনা করবেন। এমনকি তাদের একসঙ্গে কাজ করতেও কোনো আপত্তি থাকবে না বলেও জানিয়েছেন তারা।

২০০১ সালে ‘পার্ল হারবার’ ছবির সেটে প্রথম দেখা হয় জেনিফার ও বেনের। বছর দুয়েক চুটিয়ে প্রেম করার পর ২০০৩ সালের বিয়ে করেন তারা। এই দম্পতির ঘরে ভায়োলেট (১১), সেরাফিনা (৮) ও স্যামুয়েল (৪) নামে তিন সন্তান রয়েছে।

ন্যানির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বেনের এমন অভিযোগ এনে ২০১৫ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জেনিফার। পরে তারা দু’জনে আবেদন জানান। কিন্তু এরপরও শোনা গিয়েছিলো, মনোমালিন্য ভুলে আবার এক হয়েছেন দু’জনে। তবে এবার একেবারে ছাড়াছাড়ির কথা জানিয়েছেন গার্নার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।