ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ডুব’ ইস্যুতে শাওনের সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
‘ডুব’ ইস্যুতে শাওনের সংবাদ সম্মেলন মেহের আফরোজ শাওন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আলোচিত ‘ডুব’ ছবি নিয়ে চলছে তর্ক-বিতর্ক। সেন্সর প্রতিক্ষীত ছবিটি ঘিরে নানা রকম মন্তব্য শোনা যাচ্ছে। বিভিন্ন খবরে আসছে মেহের আফরোজ শাওনের নাম ও বক্তব্য। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন তার স্ত্রী শাওন।  

শাওন জানান, হুমায়ুন আহমেদ তার অস্তিত্বের অংশ, তেমনি তিনি দেশের জাতীয় সম্পদ। মোস্তফা সরয়ার ফারুকীর তৈরি ‘ডুব’ ছবিতে এই লেখকের জীবনের ‘স্পর্শকাতর’ ঘটনা ‍উপস্থাপন করা হয়েছে বলে আশঙ্কা ছিলো শাওনের।

এই ঘটনায় সেন্সরবোর্ডকে চিঠিও লেখেন তিনি।

সবশেষ খবর অনুযায়ী স্থগিতাদেশ দেওয়া হয়েছে ‘ডুব’কে। এ অবস্থায় নিজের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন ডেকেছেন শাওন। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধানমন্ডিতে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের বাড়ি ‘দখিন হাওয়া’য় সাংবাদিকদের সঙ্গে ‘ডুব’ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলবেন জনপ্রিয় এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।