ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার দর্শক দেখবেন দেশি ১০ ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কলকাতার দর্শক দেখবেন দেশি ১০ ছবি ‘আয়নাবাজি’ ও ‘জালালের গল্প’ ছবির পোস্টার

বাংলাদেশের নির্মাতাদের তৈরি ১০টি আলোচিত ছবি দেখবেন ভারতের কলকাতার দর্শকেরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতায় হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। চারদিনের এ উৎসবে ‘আয়নাবাজি’সহ ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও নন্দনের আয়োজনে উৎসব শুরু হবে ২১ ফেব্রুয়ারি, শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। উৎসবে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ছবিগুলোর অধিকাংশ শিল্পী ও নির্মাতা।

 

নির্মাতা গৌতম ঘোষ উৎসবের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের নির্মাতা মোরশেদুল ইসলাম।
 
জানা গেছে,  নন্দন হল ১ ও ৩-এ ছবিগুলো দেখানো হবে। উৎসবের পর্দা উঠবে আবু সাইয়ীদের ‘কীর্তনখোলা’ প্রদর্শনের মধ্য দিয়ে। প্রথম দিনের প্রদর্শনীতে আরও আছে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’। দ্বিতীয় দিন দেখানো হবে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ এবং অমিতাভ রেজার ‘আয়নাবাজি’।

তৃতীয়দিন থাকবে আহসান কবির লিটনের ‘প্রত্যাবর্তন’ ও মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’। শেষ দিন (২৪ ফেব্রুয়ারি) উৎসবে দেখানো হবে শবনম ফেরদৌসীর প্রামাণ্যচিত্র ‘ভাষাজয়ীতা’, খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’, তাসমিয়া আফরিন মৌয়ের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী’ ও নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।