ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বার্লিন উৎসবে গোল্ডেন বিয়ার জিতলো হাঙ্গেরির ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বার্লিন উৎসবে গোল্ডেন বিয়ার জিতলো হাঙ্গেরির ছবি গোল্ডেন বিয়ার হাতে ‘অন বডি অ্যান্ড সৌল’ ছবির পরিচালক ইলডিকো এনইয়েডি

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার জিতলো ইলডিকো এনইয়েডি পরিচালিত হাঙ্গেরির রোমান্টিক ধাঁচের ছবি ‘অন বডি অ্যান্ড সৌল’। শনিবার (১৮ ফেব্রুয়ারি) পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতা বিভাগে গোল্ডেন বিয়ারের জন্য লড়েছে মোট ১৮টি ছবি। এ বিভাগে সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান ছিলেন প্রখ্যাত ডাচ নির্মাতা পল ভারহোভেন।

তিনি বলেছেন, ‘প্রতিদিনকার সহানুভূতি তুলে ধরায় আমাদের বিচারকদের কাছে হাঙ্গেরির ছবিটিকে সেরা মনে হয়েছে। ’

৯ ফেব্রুয়ারি ফরাসি ছবি 'জ্যাঙ্গো' প্রদর্শনের মধ্য দিয়ে এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। ‘অন বডি অ্যান্ড সৌল’ই ছিলো উৎসবের সমাপনী চলচ্চিত্র।

বার্লিন উৎসবের বিজয়ী তালিকা
গোল্ডেন বিয়ার: অন বডি অ্যান্ড সৌল (হাঙ্গেরি)
গ্রাঁ প্রিঁ (সিলভার বিয়ার): ফেলিসিট (ফ্রান্স-সেনেগাল-বেলজিয়াম)
সেরা পরিচালক: আকি কাউরিসমাকি (দ্য আদার সাইড অব হোপ-ফিনল্যান্ড)
সেরা অভিনেত্রী: কিম মিন-হি (অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন-দক্ষিণ কোরিয়া)
সেরা অভিনেতা: জিওর্গ ফ্রাইডরিচ (ব্রাইট নাইটস-জার্মানি)
সেরা চিত্রনাট্য: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (সেবাস্তিয়ান লেলিও এবং গনজালো মাজা-চিলি)
সম্পাদনা: ডানা বুনেস্কা (আনা, মন আমুর-রোমানিয়া)
অরজিনাল প্রামাণ্যচিত্র: গোস্ট হান্টিং (ফিলিস্তিন)
সেরা নতুন পরিচালক: কার্লা সিমন (সামার অব ১৯৯৩-স্পেন)
গোল্ডেন বিয়ার (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): স্মল টাউন (পর্তুগাল)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (জুরি প্রাইজ): রিভেরি ইন দ্য উইন্ডো (মেক্সিকো)
অডি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড: স্ট্রিট অব ডেথ (লেবানন)

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।