ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই বোনের জন্য শেফ হলেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
দুই বোনের জন্য শেফ হলেন তারা কারিশমা কাপুর এবং কারিনা কাপুর খানের জন্য রান্না করছেন রণবীর কাপুর ও সাইফ আলি খান

ক’দিন আগে বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুরের ৭০তম জন্মদিন পার্টিতে মেতে ছিলো পুরো কাপুর খানদান। এখনও হয়তো সেই পার্টির রেশ কাটেনি।

তাই কাপুর বাড়িতে এবার শুরু হয়েছে বারবিকিউ পার্টি। এজন্য শেফ হতে হলো, বলিউড অভিনেতা রণবীর কাপুরকে।

এদিকে শালা বাবুর এমন অবস্থা দেখে তাকে সাহায্য করতে রান্নাঘরে ঢুকে পরেছিলেন সাইফ আলি খানও।

সম্প্রতি এমনই কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছে অর্ন্তজাল দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, রণবীর কাটাকাটির কাজ করছেন এবং সাইফ রান্নার দিকটি সামাল দিচ্ছেন।

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, স্বামী ও ভাইকে কাজে লাগিয়ে দু’বোন পায়ের ওপর পা তুলে আয়েশ করছিলেন। আর তাদের রান্নার মুহূর্তের দু’টি স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নিজের মাস্টার শেফ। ’

খুব শিগগিরই একটি নতুন ছবির দৃশ্যধারণের কাজ শুরু করবেন সাইফ আলি খান। যেখানে একজন শেফের চরিত্রে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।