ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার তাজমহল দর্শন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এবার তাজমহল দর্শন স্ত্রী মান্যতা, যমজ সন্তান শেহরান ও ইকরার সঙ্গে সঞ্জয় দত্ত

দীর্ঘদিন কারাবাসের পর গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। এরপর থেকেই পরিবার নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করছেন বলিউডের এই অভিনেতা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্ত্রী মান্যতা ও যমজ দুই সন্তান শেহরান ও ইকরাকে নিয়ে স্কুটি ভ্রমণে বেরিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার। এবার পরিবারের সকলকে নিয়ে তাজ মহল পরিদর্শন করতে গিয়েছিলেন ‘মুন্নাভাই’খ্যাত এই তারকা।

হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে পুরো পরিবারসহ সঞ্জয়কে দেখে একটু অবাক হয়েছিলেন ভক্তরা। শুধু তাই নয়, তাজমহল দর্শনের পাশাপাশি ভক্তদের সঙ্গে সেলফি তোলাতেও মেতে ছিলেন ‘খলনায়ক’খ্যাত এই তারকা।     

জেল থেকে ছাড়া পাওয়ার পর ওমাঙ্গ কুমার পরিচালিত ‘ভূমি’ ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে সঞ্জয় দত্তের। আগ্রায় ছবিটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে ৫৬ বছর বয়সী এই অভিনেতার মেয়ের ভূমিকায় রয়েছেন অদিতি রাও হায়দারি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।